ক্যানিং ২: "কখনো রামের পায়ে ধরছে কখনো বামের পায়ে ধরছে" নওশাদ সিদ্দিকী কে তীব্র কটাক্ষ ক্যানিং পূর্বের বিধায়কের
"ভাঙ্গড় তৃণমূল কংগ্রেসই শেষ হাসি হাসবে" আত্মবিশ্বাসী মন্তব্য শওকত মোল্লার।শনিবার বেলা সাড়ে এগারটা নাগাদ জীবনতলা দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী কে নিয়ে মুখ খুললেন ক্যানিং পূর্বের বিধায়ক। তিনি বলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কখনো রামের পায়ে ধরছে কখনো বামের পায়ে ধরছে।