পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীবাড়ী সহ একাধিক গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে রঘুনাথপুর 2নম্বর ব্লকের বিডিওকে সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে মিছিল সহকারে ডেপুটেশন দিল। তুলসীবাড়ী থেকে ব্লক সদর চেলিয়ামা আমার রাস্তার উপর কাঞ্জীহারা জোড়ে দীর্ঘ দিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তুলসীবাড়ী সহ একাধিক গ্রামের বাসিন্দারা।কিন্তু কোন কাজ হয় নি।