হেয়ারিং নিয়ে বিশৃঙ্খলা হুগলির ধনেখালিতে। যেখানে BLA 2 কে ঢুকতে দেওয়া হয় নি। সেখানে শুনানি বন্ধ। আজ সোমবার বেলা তিনটে নাগাদ ধনেখালি বিডিওতে দাঁড়িয়ে হুমকি দিলেন বিধায়ক অসীমা পাত্র। দুপুর 12 টা থেকে লাইনে দাঁড়িয়ে তিনটেতেও শুনানির ডাক পাননি, ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা।। ধনেখালিতে শুনানি বন্ধ থাকা নিয়ে যদিও প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।বিধায়ক অসীমা পাত্র র দাবি, BLA দের থাকতে দিতে হবে না হলে শুনানি বন্ধ,,