কেশিয়াড়ির কামারচৌকি এলাকার সেন্ট পল ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল।।শুক্রবার একাধিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল তিন কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, খড়্গপুর-কেশিয়াড়ি রাজ্য সড়কে কামারচৌকিতে স্কুলের সামনে থেকে কেশিয়াড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত চলে ম্যারাথন দৌড়।