গঙ্গাজলঘাটি: বছর ৬০ বৃদ্ধ লটিয়াবনির বাসিন্দা স্বপন লোহার মানত পূরণ করতে দণ্ডি কেটে যাচ্ছেন মা দুর্গার কাছে
আসন্ন দুর্গাপুজো আগেই 60 বছরের এক বৃদ্ধ দন্ডি কেটে যাচ্ছে পার্বতীর কাছে। গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনীর বাসিন্দা স্বপন লোহার। জানা যায় স্বপন লোহার চার বছর আগে পেটে পাথর হয়, তখন তিনি প্রাক্তর মা দুর্গার কাছে মানত করেন বলেন, তিনি যদি সুস্থ হয়ে যান তাহলে তিনি কেটে মা দুর্গার কাছে যাবেন।তার পর থেকেই তিনি সুস্থ আছেন।গত বৃহস্পতিবার দীন থেকে দুর্গাপুর বিসর্জন ঘাট থেকে তার যাত্রা শুরু হয়েছিল। আজ তিনি কোলগোড়া হয় দুর্লভপুর কাছে দন্ডি কেটে পৌঁছান।