মাটিগাড়া: মাটিগাড়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪
ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৪ দুষ্কৃতী। ফের ডাকাতির ছক রুখে দিল পুলিশ, ঘটনায় ৪ দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম, সূর্য বর্মণ,সুনীল সুব্বা,মোঃ মকসুদুল আলম এবং সঞ্জয় কার্জী।জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ১০ থেকে ১২ জন দুষ্কৃতি ডাকাতির উদ্দেশ্যে মাটিগাড়া টি স্টেট বেগুন বাড়ি এলাকায় জড়ো হয়েছে।