হাড়োয়া: দূর্গা পূজা উপলক্ষে আন্ধীর মাঠে অনুষ্ঠিত হল বাউল সংগীত
হাড়োয়া ব্লকের আন্ধীর মাঠ শক্তি সংঘের পরিচালনায় এবছর ৫৪ তম বর্ষ দুর্গাপূজা উৎসব উদযাপন।এই দুর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার নবমীর দিন রাত নটা আয়োজন করা হয়েছে বাউল গান। বাউল গান পরিবেশন করেন বিখ্যাত বাউল শিল্পী দীপালি মণ্ডল।বাউল গান শুনতে বাউল প্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামীকাল অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।