নারায়ণগড়: বেলদার নবোদয় পল্লীতে কয়েকশ প্রতিযোগীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সপ্তরথী ক্লাবের।
বেলদার নবোদয় পল্লীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সপ্তরথী ক্লাবের।পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে শ্যামাপূজো উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করলো সপ্তরথী ক্লাব।