কেতুগ্রাম ১: কেতুগ্রামের উজালপুর প্রধান পাড়া দুর্গোৎসবের উদ্বোধন করলেন বিধায়ক শেখ শাহনওয়াজ
কেতুগ্রামের উজালপুর প্রধান পাড়া দুর্গোৎসবের পঞ্চমীর দিন উদ্বোধন করা হল। এদিন আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন বিধায়ক শেখ শাহনওয়াজ। জানা গিয়েছে, কেতুগ্রাম-১ ব্লকের অধীনস্থ কান্দরা অঞ্চলের উজালপুর গ্রামের এই পুজো ঘিরে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। বিধায়ক সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবে সামিল হওয়ার এদিন পরামর্শ দেন।