বেলডাঙা ২: নেশা মুক্ত যুব সমাজ গড়ে তোলার বার্তা তৃণমূল নেতার,রেজিনগরের আন্দুলবেড়িয়ায় ধর্মীয় জলসা অনুষ্ঠানে আতাউর রহমান
আজ রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়ায় মাদ্রাসা শালিফিয়া দারুল ইসলামের উন্নতিকল্পে ধর্মীয় জলসার আয়োজন করা হয়। এদিনের এই ধর্মীয় জলসায় বক্তব্য রাখেন একাধিক বক্তারা। ধর্ম নিয়ে যুব সমাজের কাছে তুলে ধরা হয় একাধিক তথ্য। এদিনের এই ধর্মীয় জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন রেজিনগর বিধানসভার বিশিষ্ট তৃণমূল নেতা আতাউর রহমান।