ইটাহার: দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে ৪ কিমি দূরে হাড়িপুকুর এলাকায় আম গাছ থেকে উদ্ধার ভেন্ডাবাড়ির নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ
দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ি থেকে ৪ কিমি দূরে একটি আম গাছ থেকে উদ্ধার নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ। বুধবার সকালে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের হাড়িপুকুর গ্রামে। মৃত যুবকের নাম অপু বর্মন(২৬)। বাড়ি ভেন্ডাবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিক্যালে পাঠায় ইটাহারের পুলিশ। পাশাপাশি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে।