কালনা ২: দুর্গাপুজোর ভাসানে বেরিয়ে মারধোর, মোল্লাপাড়ায় বাড়ি ভাঙচুর, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন, কালনা হসপিটালে চিকিৎসাধীন ১
দুর্গাপুজোর ভাসানে বেরিয়ে অশান্তি, বাড়ি ভাঙচুর, রাতের অন্ধকারে একা পেয়ে এক বৃদ্ধ ব্যক্তিকে মার। দুই পক্ষই একে অপরের দিকে আঙ্গুল তুলেছেন। ঘটনাটি কালনা থানার অন্তর্গত সাতগাছি পঞ্চায়েতের মোল্লাপাড়া এলাকায়। জানা গিয়েছে ভাসানে বেরিয়ে মহিলাদের সাথে গিয়ে নাচানাচি করছিলেন বলে অভিযোগ আকাশ মণ্ডলের বিরুদ্ধে। তাকে তা করতে বারণ করায় সৌরভ বারুই নামে তার বন্ধুকে আকাশ মারধর করে বলে অভিযোগ।