পুরুলিয়া ১: আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত চাকলতোড় অঞ্চলের বিভিন্ন বুথে সভাধিপতি
আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত চাকলতোড় অঞ্চলের চাঁদড়াডি ও আমচুড়িয়া বুথকে একত্রিত করে উক্ত কর্মসূচি নিয়ে আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত । সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবর নেন তিনি। .