পুরাতন মালদা: ঝাড়পুকুরিয়ায় জলাধারের বিদ্যুৎ কেটে দিল ‘কিছু মানুষ’, প্রশাসনের কাছে অভিযোগ অনিমা সরকারের
👉সরকারি জলাধারের সাবমার্সাল পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন, জলের সংকটে এলাকাবাসী 👉পুরাতন মালদা: সরকারি জলাধারের সাবমার্সাল পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, এর ফলে বন্ধ হয়ে গেছে এলাকার জল সরবরাহ। ঘটনাটি নিয়ে ভিডিও ফুটেজ সমেত পুরাতন মালদা ব্লকের বিডিও এবং মালদা থানাতেও অভিযোগ জানানো হয়েছে । ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ঝাড়পুকুরিয়া গ্রামে। শনিবার দুপুর দুটো নাগাদ ঘটনা প্রকাশ্যে আসতেই চ