আজ ১৪ ই জানুয়ারি আনুমানিক সকাল ১১ টা নাগাদ প্রতিবছরের মতো এবারও বসেছে একদিনের মণিকুন্ডু গ্রামীণ মেলা। বোলপুর–শান্তিনিকেতন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মুলুক সংলগ্ন এলাকায়, শান্তিনিকেতন পলিটেকনিক কলেজের পাশেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার মূল আকর্ষণ মা জগদ্ধাত্রী মন্দির। মণিকুন্ডু মেলাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটে। ভক্তরা মন্দিরে এসে মা জগদ্ধাত্রীকে পুজো দেন ও আশীর্বাদ নেন। মেলার চারপাশ জুড়ে গ্রামবাংলার চি