দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের পশ্চিম চ্যাংদানা গ্রামে গাছের টোপ ভাঙ্গতে এসে মোবাইল নিয়ে চম্পট দিল এক ব্যক্তি, থানায় অভিযোগ দায়ের
গাছের টোপ ভাঙ্গতে এসে এক ব্যক্তির মোবাইল ফোন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি করেছে দেগঙ্গা ব্লকের পশ্চিম চ্যাংদানা গ্রামে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দেগঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রভাস দত্ত নামে ওই প্রভাস বলেন সকাল সাতটার নাগাদ এক ব্যক্তি বাগানের টপ ভাঙতে এসেছিল। ওই সময় ঘরের মধ্যে মোবাইল ফোন রেখে বাথরুমে গিয়েছিলাম। ফিরে এসে দেখি মোবাইল ফোন নেই। ওই ব্যক্তিও সেখানে নেই। পরে দেগঙ্গা থানায় অভিযোগ