খণ্ডঘোষ: সুগন্ধি ধান চাষ নিয়ে কৃষকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন খণ্ডঘোষে সগরাই পঞ্চায়েতে
গন্ধি ধান চাষ নিয়ে কৃষকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো খন্ডঘোষ ব্লকের সগড়াই পঞ্চায়েতে পক্ষ থেকে। উপস্থিত থাকে কৃষি দপ্তরের আধিকারিকরা পঞ্চায়েতের আধিকারিকরা এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে নিয়ে এই প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে।