ইসলামপুর: পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো ইসলামপুর শহরের কলেজ মোড় এলাকায়
পরপর দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো ইসলামপুর শহরের কলেজ মোড় এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে গতকাল গভীর রাতে দোকানের টিন খুলে দোকানের ভিতর ঢুকে দোকানের কিছু সামগ্রী ও ক্যাশে থাকা নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর সকালে দোকানের মালিক দোকানে আসলে বিষয়টি সামনে আসে। এরপর খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে। এরপর পুলিশ এসে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ।