তিনদিন ধর্মঘটের পর মাল মহকুমা শাসক উতকর্ষ খন্ডালের মধ্যস্থতায় শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে মালবাজার শহরে টোটো চলাচল শুরু হলো। এঘটনায় স্বস্তি ফিরে এলো এলাকায়। জানা গিয়েছে এদিন দুপুর তিনটে থেকে বিকেল পাচটা পর্যন্ত বৈঠকে মালবাজার মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সঙ্গে আলোচনায় বসেন ধর্মঘটরত টোটো চালকেরা। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়।