হাড়োয়া: জীবনপুর এলাকায় টোটো গাড়ি উল্টে আহত হলেন ঝুঝুরগাছার 3 জন
টোটো উল্টে গিয়ে আহত হয়েছে তিনজন। শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার জীবনপুর বাজারে। আহতদের মধ্যে এক নাবালিকার মাথা কেটে গিয়েছে। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। আহতদের বাড়ি হাড়োয়া ব্লকের ঝুঝুরগাছা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দেগঙ্গার উত্তর বরুণ গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে একটি টোটো গাড়ি করে বাড়িতে ফিরছিলেন একটি পরিবার। টোটো গাড়িতে পাঁচজন ছিলেন। পথে জীবনপুর বাজারে বাকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়িটি