মেজিয়া: মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে MP CUP 2.0 এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হল মেজিয়ায় হাইস্কুল ময়দানে
Mejhia, Bankura | Nov 16, 2025 রবিবার আনুমানিক রাত্রি সাড়ে আটটার সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার মেজিয়ায় মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে MP CUP 2.0 ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হল মেজিয়ায় হাইস্কুল ময়দানে। চ্যাম্পিয়ন রানীগঞ্জ কোল্ডফিল্ড ফুটবল দল ও রানার্সআপ বাঁকুড়া একাদশ ফুটবল দল । এই খেলার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, জেলা সভাপতি তারাশঙ্কর রায়, বিধায়ক ফাল্গুনী সিংহবাবু