আজ ১৮ ডিসেম্বর—সিঙ্গুর আন্দোলনের ইতিহাসে এক তৎপর্যপূর্ণ ও বেদনাবিধুর দিন। এই দিনেই সিঙ্গুর আন্দোলনকে দমন করার নৃশংস প্রয়াসে কৃষককন্যা তাপসী মালিককে নারকীয়ভাবে হত্যা করা হয়েছিল। তাঁর আত্মবলিদান আজও আন্দোলনের ইতিহাসে গভীরভাবে স্মরণীয়। শহিদ তাপসী মালিকের আত্মার প্রতি আজ সকাল সাড়ে নটা নাগাদ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং বিধায়িকা করবী মান্না।