ভাতারের সাহেবগঞ্জ থেকে একটি বরযাত্রী বোঝাই বাস বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার দু মিনিটের মধ্যে উল্টে গেল, আহত তিন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সোমবার নটায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হলো চিকিৎসায়। পূর্ব বর্ধমান জেলার ভাতারের সাহেবগঞ্জ গ্রামের একটি বিয়ে বাড়ির বাস গ্রাম থেকে রওনা হওয়ার দু মিনিটের মধ্যেই উল্টে গেল। ঘটনায় গুরুতর আহত তিন অল্প বিস্তর আহত আরো তিনজন।