কেতুগ্রাম ২: কেতুগ্রামের কোমরপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তদন্তে নেমেছে পুলিশ
কেতুগ্রামের কোমরপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে এগারোটা নাগাদ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সত্যজিৎ সাহা(২৮)। তবে সত্যজিতের মৃত্যুর জন্য তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করেছে মৃতের ভাই ও মা। তাদের অভিযোগ, সত্যজিতের শ্বশুরবাড়ির লোকজনরা প্রায়শই তার উপর মানসিকভাবে নির্যাতন চালাতো। এটা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।