বিয়ের পর্ব শেষ হতে না হতেই ঐ বাড়িতেই আগুন লেগে ভস্মীভূত হল একটি বাড়ির দুটি ঘর।সাথে সারা বছরের খাওয়ার জন্য লাগানো কয়েক বিঘা জমির মজুতরাখা ধান। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ নাগরাকাটা ব্লকের আংরাভাসা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব খয়েরকাটায় বিপাকে পড়ে গিয়েছে ঐ পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারটির গৃহকর্তা ভুপেন চন্দ্র রায়ের ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে গত রবিবার । আজ ছিল অষ্ট মঙ্গলার গিট খোলা। বাড়িতে তারই পুজো অর্চনা চলছিল ।