ভরতপুর ১: ফাঁকা বাড়ি টার্গেট, ভিক্ষার নামে চুরির ছক! ভরতপুরে ধরা পড়ল ৪ মহিলা
ভিক্ষার ছদ্মবেশে দিনের আলোয় ফাঁকা বাড়িতে ঢুকে গয়না চুরির অভিযোগ। অবশেষে ভরতপুর থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল চারজন মহিলার চোর।  সোমবার সন্ধ্যায় আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৩১শে অক্টোবর আমলাই গ্রামের বাসিন্দা হাসি দে-র বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার পর অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে ভরতপুর থানার পুলিশ। চুরির রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সিসি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজ থেকেই সন্দেহভাজন চার মহিলাকে শনাক্ত করে ট্র্যাক করা হয়।