গোসাবা: কুমিরমারীর ভ্রূলিয়া পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালি পূজা উপলক্ষ্যে মেলার উদ্বোধন করলেন GP র প্রধান উপ প্রধান
কুমিরমারীর ভ্রূলিয়া পাড়ায় সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালি পূজা উপলক্ষ্যে মেলার উদ্বোধন করলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী GPর ভ্রূলিয়া পাড়ায় কালীবাড়ি সংহতি সংঘের পরিচালয় শ্রী শ্রী শ্যামা কালি পূজা উপলক্ষে ছয় দিনের মেলার আয়োজন করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকে।সেই মেলার উদ্বোধন করলেন কুমিরমারী GP প্রধান শ্রাবনী মন্ডল উপ প্রধান দেবাশীষ মন্ডল।