ভরতপুর ১: নদীর জল বাড়তে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করলেন ইব্রাহিমপুর এলাকার বাসিন্দারা
জল বাড়তে নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করলেন ভরতপুর থানার ইব্রাহিমপুর এলাকার বাসিন্দারা। আতঙ্কিত ভরতপুরের বাসিন্দারা। বুধবার বিকেলে জানা গিয়েছে, এই নিম্ন চাপের জেরে ময়ুরাক্ষী নদীর জল বাড়তেই ইব্রাহিমপুর এলাকায় বাসিন্দারা বাঁধ মেরামতের কাজ শুরু করে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে জানিও কোন সুরাহা না হওয়ায় এলাকার বাসিন্দারা বন্যা রুখতে নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতের কাজে হাত লাগান।