মন্তেশ্বর: মোটরসাইকেলের সাথে রাস্তার কুকুরের এক্সিডেন্টে আহত হলো বাইক আরোহী
শুক্রবার সন্ধ্যায় পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর পঞ্চায়েতের অন্তর্গত পার্টিক্যালডাঙ্গা গ্রামে, সাঁওতাল পাড়ার মোড়ে মোটরসাইকেলের সাথে একটি কুকুরের এক্সিডেন্টে আহত হল আল আমিন মল্লিক। আল আমিন মল্লিক দেনুর পঞ্চায়েতের অন্তর্গত গলাতুল গ্রামের শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পার্টিকেলডাঙ্গা সাঁওতাল পাড়ার মোড়ে রাস্তার একটি কুকুরের সঙ্গে অ্যাক্সিডেন্ট আহত হয়।