আউশগ্রাম ২: ডাকাতির ছক বানচাল করল আউশগ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশ, পুলিশের জালে ধৃত-১
ডাকাতির ছক বানচাল করল আউশগ্রামের ছোড়া ফাঁড়ির পুলিশ। পুলিশের জালে ধৃত-১। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম স্বপন বাউড়ি। তার বাড়ি মানকরের গৌউড়বাগান এলাকায়। রবিবার আনুমানিক দুপুর সাড়ে ৩টা নাগাদ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। তাকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কয়েকজন কুখ্যাত দুষ্কৃতী অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে আউশগ্রামের জঙ্গলমহল এলাকা দিয়ে পাশ করবে।