বিলোনিয়া: বিলোনিয়া ঋষ্যমুখ এলাকার অসুস্থ বাম নারী নেত্রী শিউলী লোধকে দেখতে গেলেন সিপিআই(এম) নেতৃত্বরা
বিলোনিয়া ঋষ্যমুখ এলাকার অসুস্থ বাম নারী নেত্রী শিউলী লোধকে দেখতে গেলেন সিপিআই(এম) নেতৃত্বরা।১৬ সেপ্টেম্বর বিকাল ৫ ঘটিকায় ঋষ্যমুখে সিপিআই(এম) ঋষ্যমুখ অঞ্চল কমিটির সম্পাদীকা শিউলি লোধের বাড়ীতে যান নেতৃত্বরা।জানা যায় শিউলি লোধের বাড়ী ঋষ্যমুখে।তিনি সিপিআই(এম) ঋষ্যমুখ অঞ্চল কমিটির সম্পাদীকা।গতকাল তিনি বাড়ীতে কাজ করার সময় হঠাৎ পা পিছলে পরে গিয়ে আহত হয়।হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।