মেখলিগঞ্জ: চিকিৎসকের তরফে মৃত ঘোষণা করার পরে মৃতদেহে প্রাণ রয়েছে বলে সন্দেহ, এমনই অলৌকিক ঘটনায় চাঞ্চল্য ফতেমামুদ এলাকায়
চিকিৎসকের তরফে মৃত ঘোষণা করার পর শুরু হয় শেষ কৃত্তের প্রস্তুতি। আত্মীয় ও পরিজনদের শোকের আবহে হঠাৎ করে দেহে প্রাণ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন। মুহুর্তেই বদলে যায় পরিবেশ। তবে কি সত্যিই বেঁচে আছেন মৃত বৃদ্ধা? এমন সন্দেহে কান্না থামিয়ে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেন পরিজনেরা। বুধবার এমনই অলৌকিক ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ফতেমামুদ এলাকায়। বিষয়টি চাউর হতেই প্রচুর মানুষ ভীর জমাতে থাকে সেই বাড়িতে।