ঘটনাটি নদীয়ার নাকাশীপাড়া চিচুড়িয়ায় গত নভেম্বর মাসে। খিচুড়ি আয় একটি বাড়িতে বাড়িতে ঢুকে পরপর পাঁচজনকে পাগলা শিয়ালের কামড় দেয়।ইতিমধ্যেই পরেশ চক্রবর্তী নামে একজনের মৃত্যু হয়েছে। আজ প্রাণ হারালেন চিচুড়িয়ায় বাবলু চক্রবর্তী নামে স্বনামধন্য এক হোমিওপ্যাথি চিকিৎসক। গতকাল তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ ত্যাগ করেন। অত্যন্ত সুনামের সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন তিনি এলাকায়।