গোসাবা: গোসাবার কুমিরমারিতে রায়মঙ্গল নদী থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শনিবার দিন বিকালে
দক্ষিণ চব্বিশ পরগনা গোসোবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের বাগনা অফিস পাড়ার কাছে রায়মঙ্গল নদী থেকে এক ব্যক্তি পচাগুলো দেহ উদ্ধার করল সুন্দরবনকোস্টাল থানার পুলিশ শনিবার দিন বিকালে। পুলিশ সূত্রে খবর স্থানীয় মানুষজন প্রথমে বাগনা অফিস পাড়ার কাছে রায়মঙ্গল নদীতে এক ব্যক্তির পচা গলা দেহ ভাসতে দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই ব্যক্তির কোন নাম পরিচয় জানা যায়নি এখনো।