কেতুগ্রাম ২: কেতুগ্রামের বজরাডাঙাতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহী বৃদ্ধর, শোকের ছায়া এলাকায়
কেতুগ্রামের বজরাডাঙাতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী বৃদ্ধর। তার দেহ কাটোয়ায় ময়নাতদন্তের পর বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধর নাম বাবলু বৈরাগ্য(৬০)৷ তার বাড়ি কেতুগ্রামের এনায়েতপুর এলাকায়৷ উদ্ধারণপুর থেকে শাঁখাই যাওয়ার রাস্তায় গতকাল রাতে বজরাডাঙাতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী বাবলু বৈরাগ্যর।