আউশগ্রাম ১: আউশগ্রামের করুঞ্জিতে অনুষ্ঠিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির পরিদর্শন করলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার
আউশগ্রামের করুঞ্জিতে বুধবার অনুষ্ঠিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির পরিদর্শন করলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। তার সঙ্গে এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ ছিলেন সমাজসেবী তথা আউশগ্রাম-১ ব্লক তৃণমূলের সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী, স্থানীয় বিল্বগ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর রায়চৌধুরী সহ অনান্যরা। প্রসঙ্গত, “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির রাজ্য সরকারের এই নয়া কর্মসূচি ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজ্যজুড়ে।