প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বন্ধ থাকা নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগান খোলার দাবিতে মঙ্গলবার বিকেল চারটা নাগাদ ফ্যাক্টরি অফিসের সামনে গেট মিটিং করল তৃণমূল চাবাগান শ্রমিক ইউনিয়ন। যদিও এদিন চাবাগান কতৃপক্ষ জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই খুলে বামনডাঙ্গা চাবাগান। চাবাগান খোলার আগে ডিএলসি অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক করা হবে।তারপরই দুটি বকেয়া পাক্ষিক বেতন দিয়ে চাবাগানটি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে আগামী সপ্তাহের কত তারিখ চাবাগানটি খোলা হবে তা জানা যায়নি।