ভাতার: শ্রমিকের অভাব তাই ধান চাষ না করে সেই জমিতেই মাছের চাষ, এই অভিনব চাষ হচ্ছে ভাতারের বামুনারা গ্রামে
শ্রমিকের অভাব দ,প্রাকৃতিক বিপর্যয় বাধা হাওয়ায় বিকল্প ভাবনা,ধান চাষ না করে সেই জমিতেই মাছের চাষ, এই অভিনব চাষ হচ্ছে ভাতারের বামুনারা গ্রামে। সোমবার তিনটে ত্রিশ মিনিটে ওই চাষী জানালেন মাছের দারুন চাহিদা বাজারে। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রামে ধান জমিতেই হচ্ছে মাছ আবার প্রয়োজনে পরবর্তীতে এই জমিতে ধান চাষ করা যেতে পারে বলে দাবি তার।