জয়নগর ২: গড়দেয়ানী অঞ্চল তৃনমূল কংগ্রেসের বাংলার ভোট রক্ষা শিবির হলো বকুলতলায়
জয়নগর দুই ব্লক সংখ্যালঘু সেলের উদ্যোগে আজ বিকালে বকুলতলা নূতনহাট সহ একাধিক এলাকায় বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম তৃণমূল কংগ্রেসের গড়দেয়ানী অঞ্চল সভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শেখ কি জানালেন শুনুন তারই মুখ থেকে।