গোসাবা: বাবা মায়ের সাথে ঝগড়া করে কেরোসিন তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা বটতলীর নাবালিকাকে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে
দক্ষিণ ২৪ পরগনার গোসোবা থানার অন্তর্গত পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের বটতলী এলাকায় বছর ১৫ নাবালিকা অসীমা রায় বাড়িতে বাবা মায়ের সাথে ঝগড়া করে কেরোসিন তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বুধবার বিকালে।পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে গোসোবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে বুধবার রাতে ভর্তি করা হয়েছে বর্তমানে ওই নাবালিকা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।