নয়াগ্রাম: পাঁচকাহানিয়া এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী
মঙ্গলবার রাত্রে নয়াগ্রামের পাঁচকাহানিয়া এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক আরোহী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাইক আরোহীর নাম মোহন বেরা। বয়স ৩৪ বছর। বাড়ির পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায়।এদিন ওই বাইক আরোহী দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে গুরুতর আহত হোন । ওই বাইক আরোহী কে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে।