বেলডাঙা ১: বেলডাঙ্গার ভাবতা-১ অঞ্চলের শংকরপাড়ায় দীর্ঘদিন থেকে অকেজ সজলধারার জলকল সারানো হলো ভাবতা-১ পঞ্চায়েতের উদ্যোগে
মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার ভাবতা-১ অঞ্চলের শংকরপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে অকেজ হয়ে পড়েছিল সজল ধারা প্রকল্পের জলকল। বিগত কয়েক বছর আগে সজল ধারা প্রকল্পের ওই জল কলটি নির্মাণ করা হয় এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে। আর সেই জল কল বিগত অনেকদিন থেকেই অকেজ হয়ে পড়েছিল আর তা থেকেই নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এলাকার স্থানীয় বাসিন্দারা।