ব্যারাকপুর ২: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার পক্ষ থেকে উদ্বোধন করা হলো এন্টি ক্রাইম নাকা চেকপয়েন্ট, উপস্থিত নগর পাল
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের লাগোয়া বারাসাত এবং নদীয়া জেলার সংযোগস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে এন্টিক ক্রাইম নাকা চেকপয়েন্ট তারই প্রথম উদ্বোধন হলো মোহনপুর থানার অন্তর্গত নীলগঞ্জ খালের কাছে ব্যারাকপুর বারাসাত রোডে। এই দিন নাকা চেকপয়েন্টের উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর পাল মুরলীধর উপনগর পাল মধ্য ইন্দ্র বদন ঝা, অতিরিক্ত উপনগর পাল মোহনপুর অঞ্জলি সুগা, অতিরিক্ত উপনগর পাল ট্রাফিক ব্যারাকপুর রাজশ্রী শংকর বনিক,মোহ