বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার ৬ নম্বর মণ্ডলের গোপালপুর অঞ্চলের ২ নম্বর শক্তি কেন্দ্রের এলোরা গ্রামে বিজেপির উদ্যোগে পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক দীপক দাস, কেন্দ্রীয় এসটি মোর্চার সম্পাদক ক্ষুদিরাম টুডু, জেলা মহিলা মোর্চার মধুমিতা সিংহ, ৫ নম্বর মণ্ডলের সভাপতি অতনু হালদার সহ মণ্ডলের বিজেপি কার্যকর্তারা। সভায় সংগঠন মজবুত করার আহ্বান জানানো হয়।