ধনিয়াখালি: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিখোঁজ চার নাবালককে গুরাপ স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করল পুলিশ
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিখোঁজ তার নাবালক কে গুরাপ স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার ওই চার নাবালকে গুরাপ থানা থেকে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দিল গুরাপ থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায়। গতকাল রাতে গুরাপ থানার পুলিশের টহলরত ভ্যান গুরাপ স্টেশন সংলগ্নে এলাকায় চার নাবালকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে। সন্দেহ হলে ওই নাবালকদের পুলিশ উদ্ধার করে,