ভরতপুর ১: 'দোষীরা কেউ রেহাই পাবে না', সালার গণধর্ষণ কাণ্ডে হুঁশিয়ারি ভরতপুরের বিধায়ক হুমায়ুনের
দোষীরা কেউ পার পাবে না, ভরতপুর বিধানসভার সালারে গণধর্ষণ কাণ্ডে মন্তব্য ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের। সালার গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে শনিবার ছুটে গেলেন ভরতপুর বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার বিকেলে জানা গিয়েছে, এদিন পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়ক হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই জঘন্য অপরাধে যারা জড়িত, তারা কেউই রেহাই পাবে না।