শুক্রবার দুপুরে মন্তেশ্বর বিধানসভার অধীনে বোহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সোতলা গ্রামে মিহির মুর্মুর বাড়ি থেকে ক্যানেল পার অবধি ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হলো। ঢালায় রাস্তাটি প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে বলে জানালেন উপপ্রধান জিন্নাত আলী l