গোপীবল্লভপুর ১: খুঁটিপুজোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সূচনা হল গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের শ্যামা পুজো
খুঁটি পুজোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সুচনা হল গোপীবল্লভপুর আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাবের শ্যামা পুজা। এবছর এই কমিটির কালী পুজো ৪৩ তম বর্ষে পদার্পণ করল। শুক্রবার মাঙ্গলিক পুজো পাট এর মাধ্যমে খুঁটি পুঁতে মন্ডপ তৈরির কাজ শুরু হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে থিমের তৈরি মন্ডপ হবে এবছর তবে থিমের আকর্ষণ সবই জানানো হবে উদ্বোধনের দিন। প্রাকৃতিক দুর্যোগ কাটলে পুজোর দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে।