আউশগ্রাম ১: গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রদবদল, নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান সাধনা কোনারকে শপথ বাক্য পাঠ করলেন চেয়ারম্যান
গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে রদবদল। নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান সাধনা কোনারকে শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। এতদিন এই পদে ছিলেন বেলী বেগম। দলীয় নির্দেশ মেনে ভাইস চেয়ারম্যান পদে এদিন রদবদল ঘটানো হয়। জানা গিয়েছে, গুসকরা পুরসভায় মোট ১৬টি ওয়ার্ড রয়েছে। সবগুলোতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। শেষ লোকসভা নির্বাচনের নিরিখে পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে ন’টিতে জয় পায় তৃণমূল।