কুলপি: কুলপির কাঁসার দোকান থেকে চুরি যাওয়া জিনিসপত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ
দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত কুলপির মোড়ে একটি কাঁসার দোকান থেকে আসার জিনিসপত্র চুরি যায়। থানাতে অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে বুধবার দিন সন্ধ্যায় এক ব্যক্তিকে গ্রেফতার করে থানার পুলিশ, কাঁসার জিনিসপত্র সহ। বৃহস্পতিবার দিন ওই ব্যক্তিকে ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে পাঠানো হবে বলে পরিশোধকে জানা যায়